কম্পিউটার পরিচয়, হার্ডওয়ার কত প্রকার ও কি কি? MaPrinters73
কম্পিউটার ক্লাস : 01
আজকের বিষয় :
কম্পিউটার পরিচয়, হার্ডওয়ার কত প্রকার ও কি কি?, কম্পিউটার চালু ইত্যাদি।
কম্পিউটার পরিচয়:
01. সিপিইউ : Control Processing Unit (CPU)
02. মনিটর : Monitor
03. কী-বোর্ড : Key-Board
04. মাউস : Mouse
05. স্পিকার : Speaker
06. প্রিন্টার : Printer
07. মডেম : Modem
08. ইউপিএস : Uninterrupted Power Supply (UPS)
হার্ডওয়্যার এর যন্ত্রপাতি কয় প্রকার ও কি কি?
1. ইনপুট যন্ত্রপাতি : কী-বোর্ড, মাউস, ডিস্ক, স্ক্যানার, মাইক্রো-ফ্লিম, কার্ড রিডার, পেন ড্রাইভ, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি।
2. প্রসেসিং যন্ত্রপাতি : সিপিইউ, হার্ডডিস্ক, র্যাম, মাদারবোর্ড, পাওয়ার সাপ্লাই, সাউন্ড কার্ড ও সিডি এন্ড ডিভিডি কার্ড।
3. আউটপুট যন্ত্রপাতি : মনিটর, প্রিন্টার ও স্পিকার।
কম্পিউটার চালু :
প্রথমে আপনাকে সিপিইউ এন্ড মনিটরের পাওয়ার অপশন চালু করতে হবে। এরপর স্বয়ংক্রীয়ভাবে কম্পিউটার চালু হবে। কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে মাউস এর রাইট অপশনে ক্লিক করে রিপ্রেশ অপশনে গিয়ে রিপ্রেশ দিতে হবে।
প্রোগ্রাম চালু:
রিপ্রেশ দেওয়ার পর যদি প্রোগ্রাম চালু করতে চান তাহলে প্রথমে আপনাকে স্টার্ট মেন্যুতে ক্লিক করতেই একটি মেন্যু আসবে। সেখানে প্রোগ্রাম নামে একটি অপশন আসবে। সেখানে মাউস পয়েন্ট নিয়ে গিয়ে ধরতেই আরেকটি মেন্যু আসবে। সেই মেন্যুতে মাইক্রোসফট অফিস নামে একটি অপশন আছে। সেখান থেকে একদম নিচে মাইক্রোসফট অফিস 2003/2007/2010/2016 এর মধ্যে আপনার কম্পিউটারে যেটা সেটাফ করা থাকবে তা দেখাবে। তার মধ্যে যেটা থাকে তাতে ক্লিক করতেই প্রোগ্রাম চালু হবে।
কম্পিউটার ক্লাস : 01 সম্পর্কে জানতে ভিজিট করুণ : কম্পিউটার ক্লাস : 01
কম্পিউটার ক্লাস : 02 সম্পর্কে জানতে ভিজিট করুণ : কম্পিউটার ক্লাস : 02
কম্পিউটার ক্লাস : 03 সম্পর্কে জানতে ভিজিট করুণ : কম্পিউটার ক্লাস : 03
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url