যে কোন ছবিকে স্ক্যান করুন খুব সহজে CS Camscanner দিয়ে। MaPrinters73
আমাদের দৈনন্দিন বেশির ভাগই মোবাইল দিয়ে করতে হয়। তার মধ্যে হঠাৎ যদি কোন জরুরী ফাইল কারো কাছে পাঠাতে হয় তাহলে আমরা মোবাইল দিয়ে ছবি তুলে ছবি পাঠিয়ে দিই। তাড়া হুড়া করার কারণে দেখা গেলো ছবি গুলো তেমন সুন্দর বা অস্পষ্ট হয়ে গেছে।
যেমনটা নিচের ছবির মত হয়ে যাবে -
এখন দেখাবো অ্যাপ্সটি কোথায় পাবেন?
অ্যাপ্সটি আপনি প্লে-ষ্টোর এ পেয়ে যাবেন। তারপরও আপনাদের সুবিধার্থে নিচে অ্যাপ্স লিংক দেওয়া হলো। এখান থেকে খুব সহজে ডাউনলোড করতে পারবেন।
অ্যাপ্স ডাউনলোড লিংক : ডাউনলোড করুন
কিভাবে কাজ করবেন?
প্রথমতো আমাদের দেওয়া অ্যাপ্স লিংকটা ডাউনলোড করুন এ ক্লিক করে ডাউনলোড করে নিন। তারপর তা ইনেষ্ট্রল করে নিন। ইনেষ্ট্রল হওয়ার পর আমার দেখানো ছবির মত কিছু ছবি আসবে তাতে আমি যেভাবে দেখিয়েছি ঠিক সেই ভাবে কাজ করুন।
Picture - 01 : মার্ক করা যে গোল বৃত্ত আছে তাতে ক্লিক করে স্লাইড করতে হবে।
Picture - 02 : উপরের ডান পাশের কোণে একটি ক্লোজ চিহ্ন আছে তাতে ক্লিক করে তা বাতিল করতে হবে।
Picture - 03 : ইউজ নাও বাটনে ক্লিক করতে হবে।
Picture - 04 : যদি এলাউ চায় তবে এলাউ বাটনে ক্লিক করতে হবে।
Picture - 05 : পিকচার বাটনে ক্লিক করতে হবে।
Picture - 06 : এলাউ বাটনে ক্লিক করে পার্মিশন দিতে হবে।
Picture - 07 : স্কিপ বাটনে ক্লিক করতে হবে।
Picture - 08 : পিকচার বাটনে গিয়ে ছবি তুলতে হবে।
Picture - 09 ও 10 : ছবি তোলার পর 9 ও 10 নং ছবির মত দেখাবে। এবং নিচে তীর চিহ্নের মত যে চিহ্ন আছে তাতে একটা ক্লিক দিতে হবে। 9 ও 10 নং কাজ শেষ হওয়ার পর-
Picture - 11 : এখন 11নং ছবির মত দেখাবে সেটা আপনি এখন গ্যালারীতে সেভ করতে পারবেন।
Picture - 12 : সিএস ক্যামেরাতে তোলা সেই ছবিটি আপনি চাইলে যে কাউকে (পিএনজি ও পিডিএফ) ফরমেট এ- যে কাউকে ই-মেইল পাঠাতে পারেন, ইমুতে পাঠাতে পারেন, হোয়াট্সঅ্যাপ ও অন্যান্য স্যোসাইল নেটওয়র্ংকিং এ খুব সহজে পাঠাতে পারবেন।
আমাদের সাথে যোগাযোগ করুন :-
ব্লগার সাইট : https://maprinters73.blogspot.com/
পেইজবুক পেইজ : https://www.facebook.com/Maprinters73
পেইজবুক গ্রুপ : https://www.facebook.com/groups/maprinters73
ইউটব
চ্যানেল : https://www.youtube.com/channel/UCNoqHdiyQ74GZORbjMazDbw
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url