OrdinaryITPostAd

খুব সহজে বাংলা টাইপিং করুণ । কম্পিউটার কোর্স । কম্পিউটার ক্লাস। MaPrinters73

কম্পিউটার ক্লাস : 04


 ইংরেজী টাইপ করার পর অবশ্যই 

আপনাকে বাংলা লিখতে হবে-

তার আগে একটি কথা না বল্লেই নয়, তা হলো কী - বোর্ড এ যখন হাত বসাবেন । তখন নিচের “ছক” অনুসারে বসাতে হবে । যাতে আপনার হাতের আঙ্গুলগুলো ঠিক থাকে তার দিকে নজর রাখতে হবে । এবং লক্ষ্য রাখতে হবে , দুই হাতের বৃদ্ধা আঙ্গুল হবে স্পেসবারে । আর নিচের এ পাচঁটি শব্দ লিখার পর অবশ্যই বৃদ্ধা আঙ্গুল দিয়ে স্পেস দিতে হবে । এবং নিচে “দু” ধরনের টাইপ করতে হবে ক্যাপ্স লক ছাড়া একবার - ক্যাপ্স লক / শিফট দিয়ে একবার । 

বাংলা টাইপের সময় হাতের আঙ্গুলের ব্যবহার -


ক্যাপ্স লক ছাড়া হাতের আঙ্গুলের ব্যবহার -


শিফট চেপে ধরে হাতের আঙ্গুলের ব্যবহার -


বাংলা টাইপ কথার পাঠ - 01 ঃ

অভাব , অর্ধ , কথা , ভাত , খাব , খুকী , তীর্থ ,কর্তা , কৃর্তী ও দাদী ।


বাংলা টাইপ কথার পাঠ - 02ঃ

ঙ য ড প ট ড় গ হ জ চ ং য় ঢ ফ ঠ ঢ় ঘ ঞ ঝ ছ 

পাপ, জাহাজ, চাচা, পড়া, ডাব, জড়, জীব, ছড়া, যায়, পাট, ঢং, পাঠ ।


বাংলা টাইপ কথার পাঠ - 03ঃ

রস, মরণ, লাল, নীল, সমান, শষ্য, সমাস, শৈশব, শ্রবণ, শেষ,মৌলানা ।


বাংলা টাইপ কথার পাঠ - 04ঃ

কৃষ্ণ, পরাহ্ন, উন্মুক্ত, আহ্লাদ, পদ্ম,জন্ম, শ্মশান, গ্রীষ্ম, ব্রাহ্মণ, বাল্মীকি, লম্ফ, সূক্ষ, ধার্ম্মিক, প্রাঞ্জলতা, উপস্থিত, উত্থান, অজ্ঞান, স্মৃতি, সঙ্কলিত, বিশ্বম্ভর, উদ্বাহু, প্রস্তুত, শিক্ষা, বুদ্ধি, দৃষ্টি, সম্পর্ক, উল্টো, শক্তি, মুখস্থ, লক্ষ্মী, পাষন্ড, পাষণ্ড, কণ্ঠ, ঠাণ্ডা, ক্রেতা, স্নেহ, শুষ্ক, ক্ষমা, লাঞ্ছনা, প্রাঙ্গণ, বন্ধু, মস্তিষ্ক, হৃদয়, তীক্ষ্ন, চঞ্চল, মুগ্ধ, শঙ্খ, ঘণ্টা, আকাঙ্ক্ষা, স্বপ্ন, শুক্রবার, অন্ধ, ধ্রুপদ, ধ্রূপদ, চট্টগ্রাম, অঞ্জলী, অম্লান, লব্ধ, ভ্রমণ, ভ্রূণ, স্থলন, ভস্ম, উল্কা, স্প্লাইন, স্ক্রু, শুশ্রূষা, নিষ্ফল, তেজষ্ক্রিয়, কম্পোজ, আঙ্গুল, বৃদ্ধ, কুমন্ত্রণা, সম্ভ্রান্ত, শান্ত্বনা, স্বাস্থ্য, ঈশ্বর, শাস্ত্র, সম্পত্তি, লঙ্কা, গ্লানি, লস্কর, লম্পট ।


আমার জানামতে উপরের এই শব্দগুলোর সঠিক ব্যবহার জানতে পারলে বাংলা লিখতে কোন সমস্যা বে না । এই শব্দগুলো ছাড়া আরো অনেক শব্দ আছে যা আপনাদের ইচ্ছে করলে নিজেই লিখতে পারেন ।


 


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ২

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৪